Sourav Ganguly

সৌরভের কাছে অশোক

অশোকবাবুর দাবি, শিলিগুড়ির মানুষ কী চান, তা তিনি বোঝেন বলে জানিয়েছেন সৌরভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৪
Share:

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে বুধবার কলকাতায় বৈঠক সৌরভ গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

পুরভোটের আগেই শিলিগুড়িতে ডেঙ্গি রুখতে সচেতনতার প্রচারে দেখা যেতে পারে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ক্রিকেটার জীবন থেকেই সৌরভের সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্কের কথা সুবিদিত। শিলিগুড়ির মেয়র অশোকবাবুর সঙ্গে বুধবার কলকাতায় বৈঠক হয়েছে সৌরভের। সূত্রের খবর, শিলিগুড়িতে ডেঙ্গির সচেতনতা প্রচারে যেতে আপত্তি নেই ক্রিকেট বোর্ড সভাপতির। তবে এই বিষয়ে সৌরভের বক্তব্য জানা যায়নি। অশোকবাবুর দাবি, শিলিগুড়ির মানুষ কী চান, তা তিনি বোঝেন বলে জানিয়েছেন সৌরভ। শিলিগুড়ির মেয়র হিসেবে ফের তাঁকেই দেখতে চেয়ে সৌরভ আগাম শুভেচ্ছা জানিয়েছেন বলেও অশোকবাবুর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement