সানার পোস্ট সত্যি নয়, দাবি সৌরভের

সানার পোস্টে চর্চিত ‘ইনস্টাগ্রাম স্টোরি’-তে লেখক খুশবন্ত সিংহের ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ উদ্ধৃত করা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৪:৫১
Share:

ছবি: সংগৃহীত।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বুধবার সারাদিন চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। নাগরকিত্ব আইন নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল ওই পোস্টে। যদিও রাতে সৌরভ টুইট করে দাবি করেন, ওই পোস্টটি সত্যি নয়।

Advertisement

চর্চিত ‘ইনস্টাগ্রাম স্টোরি’-তে লেখক খুশবন্ত সিংহের ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ উদ্ধৃত করা ছিল। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই তথ্য সম্বলিত ভারতের একটি মানচিত্রও পোস্ট করা হয়েছিল। ‘ইনস্টাগ্রাম স্টোরি’ যদি নিজে থেকে সরিয়ে দেওয়া না হয়, তা হলে পোস্ট করার ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। রাতে সৌরভের টুইট আসার পরে অবশ্য পোস্টটি আর দেখা যায়নি।

সেই বিতর্কিত পোস্টের অংশ।

Advertisement

খুশবন্তকে উদ্ধৃত করে সানার নামাঙ্কিত পোস্ট লিখেছিল, ‘‘আজ আমাদের মধ্যে যাঁরা মুসলিম বা খ্রিস্টান নন বলে নিজেদের নিরাপদ মনে করছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। সঙ্ঘ ইতিমধ্যেই বামপন্থী ইতিহাসবিদ এবং পশ্চিমিভাবাপন্ন যুবসমাজকে নিশানা করতে শুরু করেছে। ভবিষ্যতে ওদের ঘৃণার নজর পড়বে যে মেয়েরা স্কার্ট পরে, যারা মাংস খায়, মদ্যপান করে, বিদেশি সিনেমা দেখে।’’

আরও পড়ুন: মুসলিম নন বলে নিশ্চিন্ত! মূর্খের স্বর্গে আছেন, পোস্ট সৌরভ-কন্যা সানার​

পোস্টটি বলেছিল, ‘‘বছরে একবার অন্তত মন্দিরে না যাওয়া লোকজনদের উপরও এদের নজর পড়বে। নজর পড়বে দাঁতের মাজনের বদলে টুথপেস্ট ব্যবহার করা লোকজনের উপর। ‘জয় শ্রীরাম’ না বলে যারা হ্যান্ডশেক করে বা চুমু খেয়ে কুশল বিনিময় করে তাদের উপর।’’ পোস্টে লেখা ছিল, ‘‘আমরা কেউ আর নিরাপদ নই। ভারতকে বাঁচাতে এই সত্যটা আমাদের বুঝতে হবে।’’

অল্প বয়সে সানা নিজের বক্তব্য স্পষ্ট ভাবে তুলে ধরায় সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসা করেন অনেকে। সেই সঙ্গে খোদ অমিত শাহের পুত্র যেখানে বিসিসিআইয়ের সচিব, সেখানে চেয়ারম্যান সৌরভের কন্যা এতখানি সাহসের পরিচয় দেওয়াটাও থাকে আলোচনার কেন্দ্রে। রাতে অবশ্য সৌরভ টুইট করে লেখেন, ‘‘প্লিজ সানাকে এ সবের বাইরে রাখুন। ওই পোস্টটা সত্যি নয়। রাজনীতি বোঝার মতো বয়সও ওর হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement