BJP

দিলীপ-‘গড়ে’ ভোটে দায়িত্ব শুভেন্দুর ভাই সৌমেন্দুকে

দায়িত্ব পেয়েই শনিবার বিকেলে মেদিনীপুরে এসেছিলেন সৌমেন্দু। প্রস্তুতি বৈঠকও করেছেন। বৈঠকে ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, দলের রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২২
Share:

কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে। —ফাইল ছবি।

বিধানসভা উপনির্বাচন আসন্ন মেদিনীপুরে। প্রস্তুতি শুরু করল বিজেপি। মেদিনীপুর, দিলীপ ঘোষের ‘গড়’ হিসাবে পরিচিত ছিল। বিজেপি সূত্রের খবর, দলের তরফে এই বিধানসভা উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই।

Advertisement

দায়িত্ব পেয়েই শনিবার বিকেলে মেদিনীপুরে এসেছিলেন সৌমেন্দু। প্রস্তুতি বৈঠকও করেছেন। বৈঠকে ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, দলের রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় প্রমুখ। দলীয় সূত্রের খবর, চলতি সপ্তাহেই ফের বৈঠক হতে পারে। সৌমেন্দুও আসতে পারেন।

জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক ছিলেন। এ বার মেদিনীপুর লোকসভায় তিনি জয়ী হয়েছেন। বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সব ঠিক থাকলে শীঘ্রই উপনির্বাচন হওয়ার কথা। কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু মানছেন, “আমাকে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্ব এই দায়িত্ব দিয়েছেন। কো- ইনচার্জও রয়েছেন।”

Advertisement

লোকসভা জিতলেও ভোটের নিরিখে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। এই বিধানসভা এলাকার মধ্যে শহর এলাকায় বিজেপির চেয়ে পিছিয়ে রয়েছে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনের আগে যা চিন্তায় রাখছে ঘাসফুল শিবিরকে। অবশ্য খুব একটা স্বস্তিতে নেই গেরুয়া শিবিরও। লোকসভা ভোটের পরেই যেন সম্মুখসমরে নেমেছিলেন দিলীপ এবং শুভেন্দুর অনুগামীরা।

প্রাক্তন সাংসদ দিলীপকে এ বার মেদিনীপুরে প্রার্থী করেনি বিজেপি। গত বার মেদিনীপুরে ৮৭ হাজার ভোটে জিতেছিলেন দিলীপ। এ বার মেদিনীপুরে ২৭ হাজার ভোটে হেরেছেন অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর- বর্ধমানে হেরেছেন দিলীপও। দিলীপ শিবির মনে করে, দিলীপ এখানে প্রার্থী হলে জিততেনই। শুভেন্দু চাওয়াতেই অগ্নিমিত্রা প্রার্থী হন।

এই পরিস্থিতিতে সৌমেন্দুকে উপনির্বাচনের দায়িত্ব দেওয়া কি এক সময়ের দিলীপ গড়ে শুভেন্দুর প্রভাব বৃদ্ধির ইঙ্গিত, আলোচনা চলছে বিজেপির অন্দরে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, “আমাদের দলের রীতি হল সাংসদদের উপনির্বাচনের দায়িত্ব দেওয়া। ওই এলাকার নিকটতম সংসদীয় ক্ষেত্রের জনপ্রতিনিধি তিনি (সৌমেন্দু)। তাই তাঁর উপরেই রীতি মেনে দায়িত্ব দেওয়া হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement