হলদিয়ার সৌমেন হত্যার গোপন জবানবন্দি গ্রহণ করল হলদিয়া মহকুমা আদালত। সোমবার ফার্স্ট ট্র্যাক কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাতী চৌরাশিয়ার কাছে গোপন জবানবন্দি দেয় সুনীতা দলুই। দুপুর ১টা নাগাদ তাকে ভবানীপুর থানা থেকে আদালতে নিয়ে আসা হয়। টানা এক ঘন্টা ধরে গোপন জবানবন্দি নেওয়া হয়। সূত্রের খবর, হত্যাকান্ডের নেপথ্যে সে তার মা বাবাকে দায়ী করেছে। পুলিশ সুনীতার বাবা-মার বিরুদ্ধে ৩০২, ২০১, ১২০বি, এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে। বিকেলে তাকে আদালত থেকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মেয়েদের হোমে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।