সনিয়ার শুভেচ্ছা

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে পাঠানো চিঠিতে সনিয়া লিখেছেন, বাংলার মানুষের দুঃখ-দুর্দশা এবং আশা-আকাঙ্খার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৯
Share:

সনিয়া গাঁধী।

প্রবল বৃষ্টির মধ্যেও রানি রাসমণি অ্যাউিনিউয়ে ভিড়ে ঠাসা সমাবেশ করেছিল প্রদেশ কংগ্রেস। ওই কর্মসূচির জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে অভিনন্দন জানালেন সনিয়া গাঁধী।

Advertisement

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে পাঠানো চিঠিতে সনিয়া লিখেছেন, বাংলার মানুষের দুঃখ-দুর্দশা এবং আশা-আকাঙ্খার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। তার জন্য নেতা ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই বাংলার মানুষকে পুজোর শুভেচ্ছা জানিয়ে সনিয়া বলেছেন, দেবী দুর্গার কাছ থেকে সাহস সঞ্চয় করেই অশুভের বিরুদ্ধে লড়াই চলুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement