Arjun Singh

TMC: অর্জুনের সঙ্গ ছেড়ে তৃণমূলে

বিধানসভা ভোটের পর থেকেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিজেপি ভাঙতে তৎপরতা শুরু করেছিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ০৫:৩০
Share:

ফাইল চিত্র

বিজেপি সাংসদ অর্জুন সিংহের এলাকায় দল ভাঙল বিজেপির। শনিবার টিটাগড় পুরসভার বিজেপির দুই কাউন্সিলর-সহ স্থানীয় কিছু নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি বলছে, যাঁরা তৃণমূল থেকে এসেছিলেন তাঁরাই ফিরে গিয়েছেন।

Advertisement

বিধানসভা ভোটের পর থেকেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিজেপি ভাঙতে তৎপরতা শুরু করেছিল তৃণমূল। এ দিন অর্জুনের ‘এলাকা’ টিটাগড় পুরসভার দুই বিজেপি কাউন্সিলর বিনয় লাল ও সুস্মিতা যাদবের হাতে পতাকা দলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে বিজেপি ছেড়ে একদল নেতা- সমর্থকও এসেছেন তৃণমূলে। টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি নেতা মনীশ শুক্লর অনুগামী হিসেবে পরিচিত রাজু সাউ, বিকাশ সাউ তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘‘সকলেরই ভুল ভাঙছে। বিজেপির পেশিশক্তি আর বোমাবাজির রাজনীতি ছেড়ে তাঁরা তৃণমূলের উন্নয়নে যোগ দিচ্ছেন।’’ অর্জুনের দাবি, ‘‘মনীশের সঙ্গী বলে যাঁদের নাম বলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। সিবিআই তদন্ত হলেই বোঝা যেত, তৃণমূল যাঁদের নিয়েছে তাঁদের ভূমিকা কী ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement