সৌরশক্তির গবেষক শক্তিপদ গন চৌধুরী।
বর্ষার জল ও সৌরশক্তির সমন্বয় ঘটিয়ে তৈরি হবে পরিস্রুত পানীয় জল। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের সহযোগিতা চাইলেন সৌরশক্তির গবেষক শক্তিপদ গন চৌধুরী। বিশ্বের ২৩টি দেশে আপাতত চালু হচ্ছে ওই ‘মিশন ইনোভেশন’ প্রকল্প। তারই ‘চ্যাম্পিয়ন’ মনোনীত হয়েছেন শক্তিপদবাবু। কেন্দ্রীয় সরকার প্রাথমিক ভাবে এ দেশে ওই বিষয়ে ‘পাইলট প্রজেক্ট’ চালুর জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করেছে। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শক্তিপদবাবু জানিয়েছেন, দেশের ১০টি রাজ্যে এক কোটি টাকা করে ধরে প্রকল্প চালু করতে চাইছেন তাঁরা। ত্রিপুরা ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। বাংলাতেও যাতে সমস্যা না হয়, মুখ্যমন্ত্রীর কাছে সেই আর্জি জানিয়েছেন তিনি।