‘দিদিকে বলো’ শুনলেন সোহম

যুব তৃণমূলের সহ-সভাপতি হিসেবে সোহম চক্রবর্তী বৃহস্পতিবার গিয়েছিলেন পাইকপাড়ার রানি হর্ষমুখী রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৮
Share:

যুব তৃণমূলের সহ-সভাপতি হিসেবে সোহম চক্রবর্তী বৃহস্পতিবার গিয়েছিলেন পাইকপাড়ায়। ছবি: দীপঙ্কর মজুমদার

তিনি গেলেন, দেখলেন, শুনলেন। তাঁকে দেখার জন্য ‘ফ্যান’দের ভিড় ছিল না। সাকুল্যে বড়জোর জনাপঞ্চাশ লোক। আর অভিযোগ এল তিনটি— বাড়ির নিকাশির সমস্যা, বহুতলে আর্সেনিকমুক্ত জল না পাওয়া এবং স্কুলের ফি কমানো। অভিনেতা সোহমের ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনাপর্বের সারাংশ এটাই।

Advertisement

যুব তৃণমূলের সহ-সভাপতি হিসেবে সোহম চক্রবর্তী বৃহস্পতিবার গিয়েছিলেন পাইকপাড়ার রানি হর্ষমুখী রোডে। সেখানে দুর্গামণ্ডপে স্থানীয়দের সঙ্গে দেখা করে তাঁদের অভাব-অভিযোগ শুনতে চান সোহম। সঙ্গে ছিলেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক মালা সাহা। মাত্র তিনজন স্থানীয় সমস্যার কথা জানালেন। সেই সব সমস্যার দ্রুত মীমাংসার আশ্বাস দিলেন সোহম। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এর পরে স্থানীয় পাঁচ জনের সঙ্গে দেখা করলেন সোহম। রাত কাটালেন স্থানীয় এক কর্মীর বাড়িতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement