Chandrima Bhattacharya

মেলা-খেলা পুরো বন্ধ নয়, বার্তা মন্ত্রীর

বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন লজ্ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২’ পাশ হয়েছে বুধবার। সেই বিলের আলোচনায় বিজেপি বিধায়কদের তোলা প্রশ্ন ও সমালোচনার জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ০৯:৩১
Share:

অর্থ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফাইল চিত্র।

রাজ্য সরকারের ভূমিকা সামাজিক কল্যাণমূলক। সেই ভূমিকা থেকে সরে আসা সম্ভব নয় বলেই মেলা-খেলা একেবারে বন্ধ করে দেওয়া যাবে না। বিধানসভায় বিরোধীদের সমালোচনার জবাবে এই বার্তাই দিলেন অর্থ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন লজ্ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২’ পাশ হয়েছে বুধবার। সেই বিলের আলোচনায় বিজেপি বিধায়কদের তোলা প্রশ্ন ও সমালোচনার জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা। তিনি জানান, কেন্দ্রীয় আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ রাজ্যেও সংশোধনী বিল পাশ করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement