Smriti Irani

টাটা: স্মৃতি বিঁধলেন মমতাকেই

বিজেপির তরফে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দলীয় কাজকর্ম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ০৬:৪২
Share:

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ফাইল চিত্র।

সিঙ্গুর থেকে তাঁরা টাটাকে তাড়াননি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিকে নস্যাৎ করে টাটা-বিদায়ের জন্য মমতাকেই দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Advertisement

বিজেপির তরফে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দলীয় কাজকর্ম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে। সেই সূত্রেই দু’দিন ধরে তিনি এই লোকসভার বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন। শুক্রবার উলুবেড়িয়ার খলিসানিতে দলের বিজয়া সম্মিলনীতে এসে স্মৃতি বলেন, ‘‘টাটাকে কে তাড়িয়েছে, সেটা অষ্টম শ্রেণির পড়ুয়ারাও জানে। অষ্টম শ্রেণির পাঠ্যবইতে আছে, সিঙ্গুরে যে আন্দোলন হয়, তার জন্য টাটাকে পালিয়ে যেতে হয়। সেই আন্দোলন কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়।’’ এ দিন এসএসসি–দুর্নীতি নিয়েও মমতাকে বেঁধেন কেন্দ্রীয় মন্ত্রী।

স্মৃতির মন্তব্যের পাল্টা সমালোচনা করেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, ‘‘টাটার চলে যাওয়ার প্রসঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা একশো শতাংশ সঠিক। আসলে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সিঙ্গুর-সমস্যাকে সিপিএমের চোখ দিয়ে দেখছেন। তাই প্রকৃত তথ্য ধরতে পারছেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement