Chopra

কঙ্কাল উদ্ধার চোপড়ার বিলাসী গ্রামে, আতঙ্কে ভুগছেন স্থানীয়রা

গ্রামে কঙ্কাল কী ভাবে এল, তা ভেবে পাচ্ছেন গ্রামবাসীরা। কেউ হয়ত ফেলে রেখে গিয়েছে, এই ভাবনায় অনেকেই আতঙ্কিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৯:৫০
Share:

নিজস্ব চিত্র।

শুকিয়ে যাওয়া পুকুর থেকে কঙ্কাল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য চোপড়ায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে স্থানীয়দের নজরে আসে ওই কঙ্কাল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানা আওতায় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির এলাকার বিলাসী গ্রামে।

Advertisement

স্থানীয় বাসিন্দা ইসারুল হক বলেন, ‘‘সকালে কয়েকজন শিশু পুকুরে কঙ্কাল পড়ে থাকতে দেখে। তার পর আমরাও গিয়ে দেখি, হ্যাঁ, সত্যিই একটা কঙ্কাল পড়ে আছে। এই পুকুর বর্ষাকালে জলমগ্ন থাকে। কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। ছেলেরা খেলতে গিয়ে কঙ্কালটি দেখতে পায়।’’

গ্রামে কঙ্কাল কী ভাবে এল, তা ভেবে পাচ্ছেন গ্রামবাসীরা। কেউ হয়ত ফেলে রেখে গিয়েছে, এই ভাবনায় অনেকেই আতঙ্কিত। কঙ্কাল উদ্ধারের পরই থানায় খবর দেন গ্রামবাসীরা। কিন্তু অনেক ক্ষণ পর্যন্তই ঘটনাস্থলে এসে পৌঁছয়নি পুলিশ। পরে জানা যায়, বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রামগঞ্জ ফাঁড়ি এবং চোপ়ড়া থানার পুলিশ। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement