ডেঙ্গি-সহায়তা পাক সব পুরসভা, চিঠি অশোকের

শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যুর জন্য বাম পরিচালিত পুরসভার মেয়রকে দায়ী করে আন্দোলনে নেমেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ০৩:১৯
Share:

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

ডেঙ্গির প্রকোপ গত বছরের তুলনায় এ বার ঢের বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। এই পরিস্থিতি মোকাবিলায় সব পুর-নিগম ও পুরসভার জন্য যথোচিত সহায়তার দাবি জানিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর প্রস্তাব, রাজনৈতিক বিরোধ সরিয়ে রোগ মোকাবিলার লক্ষ্যকেই অগ্রাধিকার দেওয়া হোক।

Advertisement

শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যুর জন্য বাম পরিচালিত পুরসভার মেয়রকে দায়ী করে আন্দোলনে নেমেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে ডেঙ্গি আক্রান্ত পরিবারগুলির সঙ্গে সপ্তাহে এক দিন করে আলোচনায় বসছেন মেয়র। অশোকবাবুর মতে, শিলিগুড়ির জন্য তাঁকে দায়ী করে বাড়িতে পোস্টার লাগালে কলকাতার মেয়রের জন্যও একই কাজ করতে হয়! কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। পুর-সচিব সুব্রত গুপ্তকে লিখিত ভাবে তিনি জানিয়েছেন, এই বছরের দু’কোটি টাকারও বেশি খরচ করেছে শিলিগুড়ি পুরসভা। তহবিলে টান পড়লেও ডেঙ্গি নিয়ন্ত্রণে আসেনি। পর্যাপ্ত কর্মী পুরসভায় নেই, পুরসভা বৈঠক ডাকলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) দফতর থেকে কেউ আসেন না। রাজনৈতিক নেতারা ‘নন-টেকনিক্যাল পার্সন’, তাঁদের পক্ষে পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব নয়। সরকারের তরফেই টেকনিক্যাল অফিসার নিয়োগ করার আর্জি জানিয়েছেন অশোকবাবু। চিঠিতে তিনি লিখেছেন, ‘মশারা কোনও রাজনৈতিক রং চেনে না! সম্মিলিত ভাবেই ডেঙ্গির মোকাবিলা করতে হবে। অনুরোধ, টেকনিক্যাল বিশেষজ্ঞদের পাঠিয়ে তাঁদের মতামত জানার সুযোগ দিন’। পুর দফতর সূত্রের বক্তব্য, গোটা বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement