পৌনে চার বছরে শিলিগুড়ি পুরসভার বকেয়া প্রায় ১৪০০ কোটি টাকা আদায়ের দাবি এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুললেন মেয়র অশোক ভট্টাচার্য। দু’জনের আলোচনায় এসেছিল শিলিগুড়ির বোর্ড ভাঙানোর ‘রাজনীতি’র কথাও। মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন, অশোকবাবুদের পুরবোর্ড যাতে পুরো মেয়াদ থাকে, তা-ই তিনি চান।
রাজ্য সরকার শিলিগুড়ির নানা খাতে পাওনা আটকে রেখেছে, এই অভিযোগ নিয়ে সাম্প্রতিক কালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী-সহ আমলাদের কাছে দফায় দফায় দরবার করেছেন অশোকবাবু। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিলিগুড়ির মেয়রের বৈঠক এই প্রথম। এমনকি, তাঁর বিধায়ক তহবিলের প্রকল্পও জেলাশাসক অনুমোদন করছেন না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন অশোকবাবু। মুখ্যমন্ত্রী বকেয়া টাকার তথ্য হাতে নিয়ে বলেছেন, এমন হওয়ার কথা নয়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে বিষয়টি দেখতে বলেছেন তিনি। পরে পুরমন্ত্রী জানান, নগরোন্নয়ন দফতর এই বিষয়ে যা করার, করবে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র বলেন, উত্তরের ওই পুরবোর্ড ভাঙার জন্য নানা চেষ্টা হয়েছে। তৃণমূল এখন বিজেপির বিরুদ্ধে এত কড়া কথা বলছে। বিজেপিকে রুখেই শিলিগুড়িতে বামেরা পুরভোট ও বিধানসভা ভোটে সাফল্য পেয়েছে। তাদের বোর্ড ভাঙা বা দখল করা হলে উত্তরবঙ্গে বিজেপির পালেই হাওয়া বাড়বে। মুখ্যমন্ত্রী তখন বলেন, তেমন কিছু হবে না। অশোকবাবুদের পুরবোর্ড পুরো মেয়াদ থেকে নিজেদের কাজ করুক, সেটাই তিনি চান।