গরু চরিয়ে স্কুলের স্বপ্ন! জুটল মারধর

রাতে ‘মালিকের’ চোখে ধুলো দিয়ে পালিয়েছিল ছেলেটা! না হলে জানাই যেত না, এই ক’বছর কী নির্যাতন সহ্য করেছে তাকে। কী ভাবে কার্যত ‘দাস’-এর জীবন কাটাতে হয়েছে। সব জেনে অবাক বাঁকুড়া চাইল্ড লাইনের আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:১৪
Share:

রাতে ‘মালিকের’ চোখে ধুলো দিয়ে পালিয়েছিল ছেলেটা! না হলে জানাই যেত না, এই ক’বছর কী নির্যাতন সহ্য করেছে তাকে। কী ভাবে কার্যত ‘দাস’-এর জীবন কাটাতে হয়েছে। সব জেনে অবাক বাঁকুড়া চাইল্ড লাইনের আধিকারিকেরা।

Advertisement

বছর দশ-এগারোর ছেলেটির উপরে নির্যাতনের অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি বেসরকারি হোমের সঙ্গে যুক্ত। তাঁর দু’টি ছেলেও রয়েছে। হেতাশুড়া এলাকার ওই বাসিন্দা পুলিশ ও চাইল্ড লাইনের কাছে দাবি করেছেন, ২০০৯ সালে পুরুলিয়ার রামকানালি রেল স্টেশন থেকে তিনি বছর তিনেকের একটি শিশুকে কুড়িয়ে পান। সোম নামে শিশুটিকে বাড়িতে রাখেন তিনি। ২৪ ফেব্রুয়ারি সোম চুপিচুপি পালায়। চাঁদরা গ্রামে, দুলাল টুডুর বাড়িতে আশ্রয় পায় সে। মঙ্গলবার সোমকে নিয়ে ছাতনা থানায় যান তিনি। চাইল্ড লাইন তাকে উদ্ধার করে বাঁকুড়ায় আনে। রাতেই শিশু কল্যাণ কমিটির কাছে সোমকে পেশ করে হোমে পাঠানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement