ফাইল চিত্র।
রাস্তায় গর্ত, খানা-খন্দ থাকলে সরকারের নজরে সে সব আনার জন্য বিরোধীদের উদ্দেশে আহ্বান জানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার রাস্তাঘাটের দৃশ্যতই সব চেয়ে বেশি উন্নতি হয়েছে। তবু যেখানে প্রত্যাশিত কাজ হয়নি, গর্ত রয়ে গিয়েছে, তাঁদের নজরে আনলে মেরামতির চেষ্টা হবে বলে মন্ত্রীর আশ্বাস। রাস্তা প্রসঙ্গের সূত্রপাত শুক্রবার বিধানসভায় অর্থবিল নিয়ে বিতর্কের সময়ে। বিজেপির অর্থনীতিবিদ-বিধায়ক অশোক লাহিড়ী বলেন, তাঁর নিবার্চনী কেন্দ্র বালুরঘাট থেকে সড়কপথে কলকাতায় আসতে গেলে বিস্তর খানাখন্দে পড়তে হচ্ছে। রাস্তার হাল করুণ। জবাবি বক্তৃতায় পরিষদীয় মন্ত্রী পার্থবাবু জানান, যে রাস্তার কথা অশোকবাবু বলছেন, সেই জাতীয় সড়ক কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। অশোকবাবুর দিল্লিতেও ভাল যোগাযোগ বলে উল্লেখ করে পার্থবাবু তাঁকে বলেন, রাস্তার কথা দিল্লির কানেও তুলতে। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, শুধু একটি সড়কই নয়। কোথায় রাস্তা তৈরি হয়নি, কোথায় গর্ত রয়েছে, বিরোধীরা তা যেন সরকারের নজরে আনেন।