Gangaprashad Sharma

গঙ্গাপ্রসাদকে শো-কজ়, পাল্টা জবাবের হুঁশিয়ারি

বিজেপি সূত্রের খবর, গঙ্গাপ্রসাদের উদ্দেশে মঙ্গলবার পাঠানো শো-কজ়ের চিঠিতে দলের রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

পার্থ চক্রবর্তী ও সব্যসাচী ঘোষ

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০৫:২৫
Share:

পাশাপাশি: কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেলের সঙ্গে জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। মঙ্গলবার আলিপুরদুয়ারে। ছবি: নারায়ণ দে।

তৃণমূলের এক প্রাক্তন সাংসদ ও বিধায়ককে দলে নেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে রীতিমতো সরগরম গেরুয়া শিবির। এরইমধ্যে ‘দল বিরোধী’ কাজের অভিযোগে শো-কজ় করা হল বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে। একই কারণে শো-কজ় করা হয়েছে নাগরাকাটার বিজেপির মণ্ডল সভাপতি সন্তোষ হাতিকে। দল কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে না, সাতদিনের মধ্যে তার কারণ দর্শাতে দুই নেতাকেই নির্দেশ দিয়েছে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্ব। যার পরই সামাজিক মাধ্যমে ‘রাজ্য বিজেপি’র উদ্দেশ্যে গঙ্গাপ্রসাদের কড়া প্রতিক্রিয়া, ‘উচিত উত্তর পাবেন।’ যা নিয়ে দলের অন্দরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

Advertisement

বিজেপি সূত্রের খবর, গঙ্গাপ্রসাদের উদ্দেশে মঙ্গলবার পাঠানো শো-কজ়ের চিঠিতে দলের রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গত ১৮ ডিসেম্বর দলের সিদ্ধান্তের বিরোধিতা করে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন গঙ্গাপ্রসাদ। তার একদিন পর, অর্থাৎ ১৯ ডিসেম্বর একইভাবে সংবাদমাধ্যমে দল বিরোধী বিবৃতি দিয়েছেন নাগরাকাটার সন্তোষ। সন্তোষের নেতৃত্বে কয়েকদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে পার্টি বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই বিবৃতি কী, তা অবশ্য চিঠিতে উল্লেখ নেই।

আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে দলে নেওয়ার প্রতিবাদে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি, বারবিশা ও শামুকতলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপির নিচুতলার নেতা, কর্মীরা। বিধায়ক সুকরা মুন্ডাকে দলে নেওয়া নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকেন বিজেপির নাগরাকাটার নেতা-কর্মীরা। সেই সময় বিজেপির একাধিক নেতা সংবাদমাধ্যমে বিবৃতিও দেন। সে কারণেই এই দুই নেতাকে শো-কজ় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে দলে।

Advertisement

কিন্তু বিজেপি নেতাদের একাংশের প্রশ্ন, সেটাই যদি কারণ হয়ে থাকে, তবে চিঠির তারিখে কি ভুল রয়েছে? দশরথদের দলে নেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর। কিন্তু শো-কজ়ের চিঠিতে গঙ্গাপ্রসাদের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে দলবিরোধী বিবৃতি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বলেন, ‘‘দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে দুই নেতাকে শো-কজ়ের চিঠি পাঠিয়েছি। কোন বিবৃতির জন্য এই শো-কজ় তা জানি না। শো-কজ়ের চিঠিতে তারিখের ভুল থাকলে, তা সংশোধন করে আবার চিঠি পাঠানো হবে।’’

শো-কজ়ের চিঠি হাতে পাওয়ার পর গঙ্গাপ্রসাদ বলেন, ‘‘চিঠি পেয়েছি। সাতদিনের মধ্যে ভেবেচিন্তে রাজ্য নেতৃত্বকে উত্তর দেব।’’ কিন্তু এর খানিকক্ষণের মধ্যেই গঙ্গাপ্রসাদ ফেসবুকে একটি পোস্ট করেন। যাতে তিনি লেখেন, ‘ধন্যবাদ রাজ্য বিজেপিকে আমাকে শো-কাজ (পোস্টে এই বানানই লিখেছেন গঙ্গাপ্রসাদ) নোটিশের জন্য। উচিত উত্তর পাবেন।’’ তবে নাগরাকাটার সন্তোষ অবশ্য বলেন, ‘‘শো-কজ়ের চিঠি হাতে পাইনি। পেলে দলকে যা বলার বলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement