শিব সেনা ও বিজেপি থেকে কংগ্রেসে যোগদান। বিধান ভবনে। নিজস্ব চিত্র।
কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস বা বিজেপিতে যোগ দেওয়ার নজির দেখা গিয়েছে বিস্তর। এ বার দেখা গেল উল্টো ঘটনা। বিজেপি এবং শিব সেনা ছেড়ে এক দল নেতা-কর্মী যোগ দিলেন কংগ্রেসে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শিব সেনার নেতা অশোক সরকার। শিব সেনায় যাওয়ার আগে বিজেপির সরকারি কর্মচারী সংগঠনের দায়িত্বে ছিলেন অশোকবাবু। বিধান ভবনে বুধবার অশোকবাবুদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা (শহর) সভাপতি তাপস মজুমদার, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ প্রমুখ। অশোকবাবুর দাবি, তাঁর সঙ্গে কলকাতা, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে বিজেপির বেশ কিছু স্থানীয় নেতা-কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। আর তাপসবাবুদের দাবি, বিজেপি সম্পর্কে সকলেরই মোহভঙ্গ হচ্ছে। আগামী দিনে বিজেপি ছেড়ে আরও অনেকে কংগ্রেসে আসবেন।