তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। ফাইল চিত্র।
ভুল স্বীকার ও তা শুধরে নেওয়ার আশ্বাস, যাঁরা দল বদলেছেন তাঁদের সমর্থন না করার আবেদন এবং পুরনো বিজেপি কর্মীদের নতুন করে ‘পরিস্থিতি’ ভাবতে বলার আহ্বান—সোমবার দুপুরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের হাটতলায় তৃণমূলের সভা থেকে এমন নানা বিষয়ে মন্তব্য করলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘‘এক, দুই, তিন শতাংশ ভুল হয়েছে। ভুল করলে, শুধরে নেব। যাঁরা অন্য দলে যাচ্ছেন, তাঁদের সমর্থন করবেন না।’’
কুণালের দাবি, ‘‘বেইমানদের নিয়ে মাঠে খেলতে নেমেছে বিজেপি! কয়েক জন দল বদল করেছেন, যাঁরা টিকিট পাবেন না, মনোনয়ন পাবেন না, যাঁদের মানুষ ভালবাসেন না, ইডি-সিবিআই গলায় ঝুলছে! নেতাকে তো বটেই, তাঁর বান্ধবীকেও তেল দিতে হবে! বিজেপির পুরনো দিনের কর্মীদের কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছি। দলে আপনাদের দাম নেই। নতুন করে ভাবুন।’’
তৃণমূল মুখপাত্রের এমন বক্তব্যকে অবশ্য আমল দিতে নারাজ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া, ‘‘সিবিআইয়ের হাত থেকে আইপিএস রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই রাজীবকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়, তখন তাঁর বিরুদ্ধে যিনি বলতে গিয়েছিলেন, তিনিই আবার এখন তৃণমূলের মুখপাত্র! এঁদের কথার কী বিশ্বাসযোগ্যতা আছে?’’ প্রসঙ্গত, নাম না করে কুণালের খোঁচা ছিল শোভনের দিকেই। শোভন আবার পাল্টা মনে করিয়ে দিয়েছেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদকে সারদা-কাণ্ডে অভিযুক্ত করেছিল তৃণমূল সরকারই।