SFI

SFI: এসএফআইয়ের কটাক্ষ-চিঠি

কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশে খোলা চিঠি দিলেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ০৭:৪৬
Share:

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে নাদিয়ার পলাশীপাড়ায় শুরু হল এসএফআইয়ের সদস্যপদ অভিযান। —নিজস্ব চিত্র।

কেন্দ্রের শাসক দল বিজেপির তরফে সাম্প্রতিক কালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি ‘অতিভক্তি’ দেখা যাচ্ছে! কিন্তু ইতিহাস বলছে, সুভাষচন্দ্রের ভাবনার সঙ্গে বিজেপি-আরএসএসের রাজনৈতিক মতাদর্শের কোনও নৈকট্যই নেই। এ ভাবেই কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশে খোলা চিঠি দিলেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান। চিঠিতে বিজেপির উদ্দেশে বলা হয়েছে, হিন্দুত্ব এবং বিভাজনের রাজনীতির বিষয়ে নেতাজি সচেতন ভাবেই দেশের মানুষকে সর্তক করেছিলেন এবং মানুষই বিভাজনের চেষ্টা ‘ব্যর্থ’ করে দেবেন। নদিয়ার পলাশিপাড়ায় রবিবার নেতাজির জন্মদিনে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ সদস্যপদ অভিযান শুরু করেছেন এসএফআই নেতৃত্ব। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী এক সপ্তাহ রাজ্য জুড়ে এসএফআই কর্মীরা ছাত্র-ছাত্রীদের কাছে যাবেন সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement