SFI

শিক্ষানীতির প্রতিবাদে অবস্থানে এসএফআই

শিক্ষা ক্ষেত্রের উপরে ‘লাগাতার আক্রমণের’ প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার চত্বরে ছাত্র-মিছিলের পরে অবস্থান শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ০৯:৩৭
Share:

এসএফআইয়ের অবস্থান-বিক্ষোভ। কলেজ স্কোয়ারে। নিজস্ব চিত্র।

জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে এবং ইউজিসি-র সাম্প্রতিকতম নির্দেশিকা বাতিলের দাবিতে রাতভর অবস্থান-বিক্ষোভে বসল এসএফআই। শিক্ষা ক্ষেত্রের উপরে ‘লাগাতার আক্রমণের’ প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার চত্বরে ছাত্র-মিছিলের পরে অবস্থান শুরু হয়েছে। অবস্থান-মঞ্চে বিভিন্ন সময়ে এসে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, বেসরকারিকরণ, সিলেবাস বিকৃতির প্রতিবাদ জানিয়েছেন শিক্ষাবিদ, সমাজকর্মী, গণ-আন্দোলনের কর্মীরা। বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-ছাত্রীরা অবস্থানে শামিল হয়েছেন। প্রারম্ভিক বক্তা ছিলেন অভিনেতা চন্দন সেন। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ বিশিষ্ট জনেরা। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান সমাজের বৃহত্তর অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে ‘বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া’ শিক্ষানীতির বিরুদ্ধে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। সেই সঙ্গেই তাঁদের অভিযোগ, রাজ্যে তৃণমূলের সরকার মুখে বিরোধিতা করলেও নানা সিদ্ধান্তের মধ্যে দিয়ে ওই শিক্ষানীতিকেই আদতে রূপায়িত করতে চাইছে। রাতভর অবস্থান শেষে আজ, শুক্রবার কলেজ স্ট্রিট থেকে মৌলালি পর্যন্ত ছাত্র-মিছিলের ডাক দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement