ফি কমাতে চিঠি রাজ্যপাল, মন্ত্রীকে

বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে এসএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০৩:১৭
Share:

সিবিএসই-র পরীক্ষার ফি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্কুলের ফি বাড়ানোর পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দিল এসএফআই। চিঠি পাঠানো হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। চিঠিতে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি প্রতীক উর রহমানের অভিযোগ, তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করেছে সিবিএসই বোর্ড। সাধারণ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ৭৫০ টাকার বদলে এখন লাগবে ১৫০০ টাকা। আগে অতিরিক্ত বিষয়ের জন্য তফসিলি ছাত্র-ছাত্রীদের কোনও ফি দিতে হত না। কিন্তু এখন দিতে হবে ৩০০ টাকা। আর সাধারণ শ্রেণির জন্য ওই ফি ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০ টাকা। এই বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে এসএফআই। রাজ্যে সংসদের স্কুলে ফি বৃদ্ধিরও প্রতিবাদ জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement