জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় নতুুন বই প্রকাশে সিপিএম এবং এসএফআই শীর্ষ নেতৃত্ব। নিজস্ব চিত্র।
সংগঠনের আসন্ন সর্বভারতীয় সম্মেলনের আগে নরেন্দ্র মোদী সরকারের জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় বই প্রকাশ করল এসএফআই। কেন্দ্রীয় সরকারের ওই শিক্ষানীতির বিভিন্ন বিপজ্জনক দিক নিয়ে নানা জনের লেখা ও সাক্ষাৎকর সংবলিত ‘এডুকেশন অর এক্সক্লুশন’ শীর্ষক বইটির সম্পাদনা করেছেন নীতীশ নারায়ণ ও দীপ্সিতা ধর। আনুষ্ঠানিক ভাবে বইটি প্রকাশ করেছেন এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং সিপিএমের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অনুষ্ঠানে ছিলেন প্রকাশ কারাট, নীলোৎপল বসু, হান্নান মোল্লা, সুধন্য দেশপাণ্ডে প্রমুখ। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস ও সভাপতি ভি পি সানুর বক্তব্য, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ চলবে। আরও আন্দোলনের রূপরেখা তৈরি হবে সম্মেলনে। কলকাতায় শুক্রবারই জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় পথে নেমেছিল সিপিএমের ছাত্র সংগঠন।