SFI

ইউজিসি নির্দেশিকার প্রতিবাদে এসএফআই

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাম্প্রতিক নির্দেশিকার বিরুদ্ধে পোস্টার হাতে দূরত্বের নীতি মেনে প্রতিবাদে নামল এসএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৫:১৮
Share:

এসএফআই-এর প্রতীকী কর্মসূচি পালন।—নিজস্ব চিত্র।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাম্প্রতিক নির্দেশিকার বিরুদ্ধে পোস্টার হাতে দূরত্বের নীতি মেনে প্রতিবাদে নামল এসএফআই। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে বৃহস্পতিবার এই প্রতীকী কর্মসূচি পালন করল তারা। সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য, ‘‘সকলের জন্য অনলাইন শিক্ষার সুযোগ সুনিশ্চিত না করে একে বাধ্যতামূলক করা যাবে না, পরীক্ষা বা মূল্যায়ন শুধু অনলাইনে করা যাবে না— এটাই আমরা বলতে চাইছি। তাই ৭৫% ক্লাসরুম ও ২৫% অনলাইন শিক্ষার প্রস্তাব বাতিল করতে হবে।’’ লকডাউনের পরে সকলের জন্য অতিরিক্ত ক্লাস করে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না, এই সেশনের লেখাপড়ার ফি মকুব, হস্টেল ফি না নেওয়া এবং ফেলোশিপ ও স্কলারশিপের টাকা প্রাপক সব ছাত্র-ছাত্রী ও গবেষকদের দেওয়ার দাবিও ছিল এ দিনের কর্মসূচিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement