মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শুরু হল ' মিশন প্রীতিলতা '।
মেয়েদের আত্মরক্ষার কৌশলের প্রাথমিক পাঠ দিতে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআইয়ের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ‘মিশন প্রীতিলতা’। রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে মেয়েদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছে এসএফআই। বসিরহাটে রবিবার ছিল ‘মিশন প্রীতিলতা’র প্রথম শিবির। সেখানে উপস্থিত ছিল নানা বয়সের ছাত্রীরা। প্রশিক্ষকেরা শিবিরে এসে তাদের আত্মরক্ষার প্রাথমিক কিছু ধাপ শিখিয়েছেন। এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, ‘‘নারী নিরাপত্তায় প্রশাসন ব্যর্থ হয়েছে। ছাত্রীদের স্বাবলম্বী করে তুলতে আমরা আত্মরক্ষার এই প্রশিক্ষণ শিবির চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’’