SFI

SFI: শিক্ষায় পিপিপি, পথে এসএফআই-ও

রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি মডেলকে এনে বেসরকারিকরণের পথ খুলে দেওয়া হচ্ছে, এই অভিযোগে এ বার পথে নামছে এসএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪১
Share:

রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি মডেলকে এনে বেসরকারিকরণের পথ খুলে দেওয়া হচ্ছে, এই অভিযোগে এ বার পথে নামছে এসএফআই।

রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি মডেলকে এনে বেসরকারিকরণের পথ খুলে দেওয়া হচ্ছে, এই অভিযোগে এ বার পথে নামছে এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের আশঙ্কা, এই মডেল কার্যকর হলে শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বা পেনশনের দায়িত্ব নেবে না রাজ্য সরকার। থাকবে ব্যাপক ফি বৃদ্ধির আশঙ্কা। এমনকি, স্কুলে মাতৃভাষায় পড়াশোনার অধিকার থাকবে কি না, তারও নিয়ন্ত্রক হবে বেসরকারি সংস্থা। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের ঘোষণা, এমন পরিকল্পনার বিরুদ্ধে তাঁরা রাজ্য জুড়ে এক কোটি সই সংগ্রহের ডাক দিচ্ছেন। তার পরে আগামী ১ মার্চ হবে রাজভবন অভিযান। তার আগে আজ, শনিবারই গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত হবে বিক্ষোভ মিছিল। শিক্ষা দফতরের আধিকারিকেরা এমন পরিকল্পনার কথা অস্বীকার করলেও এসএফআই নেতৃত্ব শুক্রবার বিভাগীয় সচিবের সই করা নির্দেশিকা দেখিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement