শিয়ালদহ ডিআরএম দফতর চত্বরে এসএফআই প্রতিনিধিরা। নিজস্ব চিত্র।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিয়ালদহ-রানাঘাট শাখায় লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য রেলের কাছে দাবি জানাল এসএফআই। নৈহাটি ও কল্যাণীর মাঝে নতুন লাইনের কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়ছে। কিছু দিন ধরেই অস্বাভাবিক দেরিতে চলছে বহু লোকাল ট্রেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবি নিয়ে বুধবার শিয়ালদহের ডিআরএম-এর কাছে গিয়েছিল এসএফআইয়ের প্রতিনিধিদল। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, দফতরে কোনও লোক না থাকার কারণ দেখিয়ে রেল কর্তৃপক্ষ দাবিপত্র নিতে চাননি। ওখানেই এসএফআই অবস্থান শুরু করলে পরে অবশ্য দাবিপত্র নেওয়া হয়। রেলের দফতরের দেওয়ালেই গৃহীত দাবিপত্রের প্রতিলিপি সেঁটে দিয়ে প্রতিবাদ জানিয়ে আসেন এসএফআই নেতারা।