Train Service Disrupted

মশাগ্রামে ইন্টার লকিংয়ের কাজ, বাতিল ২০০ ট্রেন

দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই দুই রেল পথের সংযুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৬:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেলপথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে যুক্ত হতে চলেছে। দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই দুই রেল পথের সংযুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং ও অন্যান্য ব্যবস্থার প্রয়োজনীয় সংযুক্তি এবং সমন্বয় গড়ে তুলতে মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ হবে। আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর ওই কাজের জন্য পূর্ব রেলের কর্ড এবং মেন শাখায় দৈনিক ৬০টির কাছাকাছি লোকাল ট্রেন বাতিল থাকবে।

Advertisement

দূর পাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। বেশ কিছু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপ এবং ডাউনে যে সব এক্সপ্রেস ট্রেন ওই সময়ের জন্য বাতিল করা হচ্ছে তার মধ্যে রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শহিদ, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, হুল, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এবং গণদেবতা এক্সপ্রেস। এ ছাড়াও শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু ট্রেনও বাতিল থাকছে ওই সময়ে। উত্তরবঙ্গগামী হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী, সরাইঘাট, পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া -আজিমগঞ্জ শাখা দিয়ে চলবে। হাওড়া থেকে বিকানের, যোধপুর, মুম্বই মেল, জম্মু তাওয়াই হিমগিরি ও শক্তিপুঞ্জ এক্সপ্রেস ব্যান্ডেল হয়ে মেন শাখাদিয়ে চলবে।

হাওড়া থেকে দূর পাল্লার বহু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়ার কারণে ওই শাখাতেও বহু লোকাল ট্রেন ওই কয়েক দিন বাতিল থাকবে। ইন্টার লকিংয়ের কাজ চলাকালীন প্রায় ২০০ ট্রেন বাতিল থাকবে। রেলের দাবি, কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে কর্ড শাখা হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া যাওয়ার পথ খুলে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement