Accident

বাইকের পিছনে ধাক্কা গাড়ির, শ্রীরামপুর রেল সেতু থেকে পড়ে মৃত্যু মহিলার, আহত স্বামী

শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলার স্বামী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ০০:০৩
Share:

ঘটনার পর এলাকায় যানজট। ভিডিয়ো থেকে নেওয়া।

শ্রীরামপুর রেল সেতুর উপর দুর্ঘটনা। ব্রিজ থেকে পরে মৃত্যু মহিলার। রবিবার সন্ধেয় বাইকে বটতলার দিক থেকে নগার দিকে যাচ্ছিলেন এক দম্পতি। সেতুর মাঝামাঝি জায়গায় পৌঁছতেই একটি গাড়ি ধাক্কা মারে বাইকে। সেতু থেকে ছিটকে তলায় পড়ে যান বছর বত্রিশের ওই মহিলা। উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম অর্পিতা পাল।

রবিবার সন্ধেয় শ্রীরামপুর রেল সেতুর উপর দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন দম্পতি। আচমকাই একটি গাড়ি বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে সেতু থেকে পড়ে যান মহিলা। বিকট শব্দ পেয়ে এলাকার লোকজন ছুটে আসেন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাইকের চালকের আসনে থাকা মহিলার স্বামীও আহত হয়েছেন। তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement