Eastern Railway

Sealdah station: শনিবার রাত সাড়ে ১১টা থেকে শিয়ালদহ-দমদম লাইনে ১০ ঘণ্টা বন্ধ ট্রেন, রইল বাতিলের তালিকা

রেল ব্রিজের গার্ডার মেরামতির কারণে শিয়ালদহ-দমদমের মধ্যে কোনও ট্রেন চলবে না। বাতিল ৩৮টি লোকাল এবং দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৯:১৩
Share:

১০ ঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ-দমদম লাইনে ট্রেন চলাচল। ফাইল ছবি।

রেল ব্রিজের গার্ডার মেরামতির জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ থেকে দমদমের মধ্যে ট্রেন চলাচল। এর জেরে ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সময়সূচি বদল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনের। রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

Advertisement

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সর্বাপেক্ষা কম ব্যস্ত সময়ে রেল ব্রিজ মেরামতির কাজ সেরে ফেলা হবে। তাই শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ন’টা, এই ১০ ঘণ্টা সময়টিকে বেছে নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement