গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চেন্নাই থেকে কলকাতায় আসার পথে লরি থেকে প্রায় ৯.৬৭ কোটি টাকা মূল্যের আইফোন চুরির ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম আলিম খান। সে অন্য একটি ডাকাতির ঘটনায় হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে সেখানকার জেলে ছিল। সেখান থেকে রবিবার তাকে হেফাজতে নেওয়ার পরে মঙ্গলবার কলকাতায় ফিরেছে সিআইডির দল। সিআইডির দাবি, ধৃত আলিমের দায়িত্ব ছিল আইফোন ভর্তি লরির দেখভাল করে তা কলকাতায় পৌঁছে দেওয়ার। তাকে নিয়ে ঘটনায় সিআইডি মোট সাত জনকে গ্রেফতার করল। ঘটনায় ধৃত মূল পান্ডাকে জেরা করেই আলিমের নাম উঠে এসেছে।
গত বছর ২৬ সেপ্টেম্বর হরিয়ানার একটি সংস্থা চেন্নাই থেকে লরিতে ৯.৬৭ কোটি টাকার আইফোন পাঠাচ্ছিল কলকাতায়। নির্দিষ্ট সময়ে তা না পৌঁছনোয় তারা লরিতে থাকা জিপিএস ট্র্যাক করে দেখে, সেটি আছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি পেট্রল পাম্পে। লরির চালক ও খালাসির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সংস্থাটি ডেবরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ গিয়ে দেখে, লরিটি ফাঁকা। পরে পুলিশি গাফিলতির অভিযোগে সংস্থার তরফে কলকাতা হাই কোর্টে মামলা হয়। তদন্তভার পায় সিআইডি। সাত জন গ্রেফতার হলেও খুব কম চোরাই ফোন উদ্ধার হয়েছে।
সিআইডি জেনেছে, খালাসি এবং চালক ওড়িশার ভুবনেশ্বরের কাছে লরির কেবিন কেটে প্রায় দেড় হাজার আইফোন বার করে নেয়। ফাঁকা লরি ডেবরায় এনে ফেলে রাখে। সিআইডি লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, লরিতে থাকা ফোন বিদেশে পাচার হয়ে গিয়েছে। সেগুলি সুদান, তানজ়ানিয়া, দুবাইয়ে ব্যবহার করা হচ্ছে। ফলে ফেরত আনা এখনও সম্ভব হয়নি।