শিয়ালদহ স্টেশন। —ফাইল চিত্র।
রেল স্টেশনে প্ল্যাটফর্মের ছাউনির উপরে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ স্টেশন ছাড়াও দমদম, ব্যারাকপুর, কল্যাণী, ক্যানিং, বারাসত-সহ প্রায় ৩০টি স্টেশনের ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে বলে রেল সূত্রের খবর। সেখান থেকে চলতি বছরে ২.৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আপাতত বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মের ছাউনির প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ রেলের নিজস্ব চাহিদা মেটাতেই খরচ করা হবে বলে রেল সূত্রের খবর। ধাপে ধাপে সব স্টেশনকেই ওই পরিকল্পনার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অভিজিৎ দাস। শিয়ালদহ স্টেশন থেকে এখন দৈনিক ৭০৫ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ ছাড়াও নৈহাটি এবং কলকাতা স্টেশন থেকে মাসে ৫০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ মিলছে। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর কাজে বিশেষ জোর দিয়েছেন ডিভিশনাল ম্যানেজার দীপক নিগম।
রেল সূত্রের খবর, পর্যায়ক্রমে অধিকাংশ স্টেশন এই ব্যবস্থার আওতায় এলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সে ক্ষেত্রে বিদ্যুতের বিলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হওয়া ছাড়াও পরিবেশ দূষণ অনেকটাই কমানো যাবে বলে রেলের আশা।