বিজেপির গোষ্ঠী-দ্বন্দ্ব এ বার প্রকাশ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল! বিজেপির সাবেক রাজ্য দফতর মুরলী ধর সেন লেনের সামনে বুধবার হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপির দুই গোষ্ঠী। নিজেদের ‘আদি বিজেপি’ পরিচয় দিয়ে এক দল সমর্থক ‘বিজেপি বাঁচাও মঞ্চ’ তৈরি করে পুরনো দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন বলে জড়ো হয়েছিলেন। অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে আক্রমণ শুরু করেন দলের ক্ষমতাসীন গোষ্ঠীর অনুগামীরা। তাঁরা মারধরও শুরু করেন। তার পরে দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় ‘বিজেপি বাঁচাও মঞ্চে’র সমর্থকেরা জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেছেন।
ওই মঞ্চের তরফে শামসুর রহমান বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর মদতে পুষ্ট দুষ্কৃতীরা আমাদের মারধর করেন। প্রাণে মেরে ফেলার হুমকি দেন।’’ যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘যাঁরা ওখানে গিয়েছিলেন এবং যাঁরা মেরেছেন বলে শুনেছি, এর জবাব তাঁরাই দিতে পারবেন। ওঁরা তো নিজেদের ‘আদি বিজেপি’ বলে দাবি করেন। আদি কারা? কোন সময় রাজনীতি করলে তাঁদের আদি বলা হবে? এখন তো মনে হচ্ছে, আমিও ‘আদি’ নই!’’ তাঁর আরও সংযোজন, ‘‘যদি কেউ দলীয় দফতরের সামনে দলের নেতাদের আক্রমণ করেন, তা হলে দলের কর্মী-সমর্থকেরাও পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন। সেটা আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ।’’