—প্রতীকী ছবি।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভার প্রস্তুতির টাকা নয়ছয় হয়েছে, এমন অভিযোগে বারুইপুরে দলের কার্যালয়েই বিজেপির নেতা-কর্মীদের মধ্যে বচসা-ধস্তাধস্তি বাধল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত ভিডিয়োতে (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) দেখা যাচ্ছে, চেয়ার তুলে বিজেপি নেতা-কর্মীদের একাংশ একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন! লোকসভা ভোটের প্রচার-পর্বে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে মোদীর সভার ম্যারাপ, মঞ্চ ইত্যাদি তৈরির জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ হলেও আদতে তার অর্ধেকও খরচ হয়নি বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, বড় অংশের টাকা আত্মসাৎ করেছেন নেতাদের একাংশ। ভোট-পরবর্তী ‘হিংসায়’ কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের সামনেই এমন অভিযোগকে সামনে রেখে অশান্তিতে জড়ান দলের কিছু লোকজন। যদিও বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দার বলেন, “প্রধানমন্ত্রীর সভায় ‘ফেন্সিং’ তৈরির জন্য যাঁকে বরাত দেওয়া হয়েছিল এবং যিনি তা দিয়েছিলেন, তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। দলীয় কোন্দলের ব্যাপার নেই। দলীয় ভাবে বসে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।”