২১শে জুলাইয়ের সভায় আসার জেরে শনিবার স্কুলে স্কুলে ক্লাস না হওয়ার অভিযোগ তুলল বিরোধী শিক্ষক সংগঠন। তাদের বক্তব্য, বাস কম থাকায় পড়ুয়ারা পৌঁছতে পারেনি স্কুলে। কোথাও আবার শিক্ষকেরাই গিয়েছেন মিছিলে। তৃণমূলের মিছিলকে মোড়ে মোড়ে সংবর্ধনা দেওয়ার নির্দেশও শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হয়েছিল বলেও তাদের অভিযোগ। এবিটিএ-র সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও সরাসরি সভায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সম্পাদক স্বপন মণ্ডলেরও দাবি, মিছিলে লোক আনার জন্য অধিকাংশ বাস চলে যাওয়ায় অনেক পড়ুয়া এ দিন স্কুলে যেতে পারেনি বলেই তাঁদের কাছে খবর। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, শিক্ষকেরা ছুটি নিয়ে সভায় যেতেই পারেন। বাসের অভাবে পড়ুয়ারা স্কুলে যেতে পারেননি এমন ঘটনা ঘটেনি।