অবশেষে বাজল স্কুলের ঘণ্টা। দীর্ঘ দেড় বছর পর। অফলাইন ক্লাস শুরু হতেই স্কুলে যাওয়ার জন্য পড়ুয়াদের উৎসাহ চোখে পড়ল জেলায় জেলায়।
স্কুল খোলার জন্য গত কয়েক দিন ধরেই চলছিল প্রস্তুতি। ক্লাসঘর জীবাণুনাশের কাজ, পড়ুয়াদের বসার জায়গার ব্যবস্থা আগেই করেছিল স্কুলগুলি। মঙ্গলবার সকালে থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা মেপে, হাত স্যানিটাইজ করে স্কুলে ঢুকতে হয়েছে পড়ুয়াদের। দূরত্ববিধি মেনেই অধিকাংশ স্কুলে হয়েছে প্রার্থনা। দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই ধরা পড়েছে এই চিত্র।
এত দিন পর স্কুলে আসছে পড়ুয়ারা। তাই তাদের অভ্যর্থনার ব্যবস্থাও করেছিলেন বেশ কিছু স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। কোথাও আবার পড়ুয়াদের কলম, লজেন্স বা ফুলও দেওয়া হয়েছে। দীর্ঘ দিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা।