পর্যাপ্ত শিক্ষক না থাকার অজুহাতে স্কুল কর্তৃপক্ষ কোনও শিক্ষকের সাধারণ বদলি আটকাতে পারবেন না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এক শিক্ষিকার বদলি আটকাতে মামলা করেছিল বর্ধমানের বাহুলা শশী স্মৃতি হাইস্কুল। সেই মামলায় ২৯ জুলাই হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ জানান, বদলি আটকানো যাবে না। পদ ফাঁকা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করতে হবে। শশী স্মৃতি হাইস্কুল তাদের মামলার আবেদনে বলেছিল, পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্কুলের শিক্ষিকা নবমিতা দেবকে বদলির ছাড়পত্র দেওয়া যাবে না। নবমিতাদেবীর আইনজীবী এক্রামূল বারি আদালতে বলেন, তাঁর মক্কেলের বদলির সুপারিশ করেছেন জেলা স্কুল পরিদর্শক। সার্ভিস কমিশন তাঁকে বর্ধমান সিএমএস হাইস্কুলে বদলি করেছে এবং নিয়োগপত্রও দিয়েছে। বদলির ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ওই শিক্ষিকা সিএমএস হাইস্কুলে কাজে যোগ দিতে পারছেন না। যোগ দেওয়ার সময়সীমাও পেরিয়ে গিয়েছে। শশী স্মৃতি হাইস্কুল কর্তৃপক্ষকে বিচারপতি নির্দেশ দিয়েছেন, ফাঁকা পদ পূরণের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে ১৫ দিনের মধ্যে আবেদন করতে। নবমিতাদেবীর নিয়োগের সময়সীমা বাড়িয়ে দিতেও কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।