West Bengal SSC Scam

SSC Case: এসএসসির তিন মামলাকারী নিজাম প্যালেসে, নথিপত্র দেখছে সিবিআই

মামলাকারীদের পক্ষে অনিন্দিতা বেরা, দীপঙ্কর মান্না এবং মিলন দাস তাঁদের মামলার বিভিন্ন নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৩:০৮
Share:

বুধবার নিজাম প্যালেসে যেতে পারেন ববিতা।

সিবিআই-এর আবেদনে সাড়া দিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলাকারীর পক্ষে তিন জন সোমবার সকালে নিজাম প্যালেসে নথি জমা দিতে এলেন। সকাল সাড়ে দশটা নাগাদ মামলাকারীদের পক্ষে অনিন্দিতা বেরা, দীপঙ্কর মান্না এবং মিলন দাস তাঁদের মামলার বিভিন্ন নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন। বেশ ক্ষণিক ক্ষণ তাঁরা সেখানে থাকেন।

Advertisement

তাঁরা যে নথি জমা দিয়েছেন তার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ দুর্নীতির মামলাটিও। সিবিআই সূত্রে খবর, নবম-দশম শ্রেণির নিয়োগে মামলাকারী ববিতা সরকার ও অনিন্দিতা বেরা এবং গ্ৰুপ-ডি নিয়োগে মামলাকারী সাবিনা ইয়াসমিনকে ডাকা হয়। সোমবার অনিন্দিতা গেলেও সাবিনা যাননি। বুধবার সেখানে যেতে পারেন ববিতা।

প্রসঙ্গত, এর আগে এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী পরেশকে একাধিক বার জেরা করেছে সিবিআই। এ বার তারা মামলকারীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে। সে কারণেই মামলাকারীদের নথি ও তথ্য নিয়ে আসতে বলা হয়। মন্ত্রীকন্যা অঙ্কিতার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তাও ববিতার কাছ থেকে সবিস্তারে জানতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement