এসবিআই কলকাতা-র উদ্যোগে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালকে দেওয়া হল অক্সিজেন সিস্টেম। নিজস্ব চিত্র।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালের হাতে তিনটি ‘হাই ফ্লো নেসাল অক্সিজেন সিস্টেম’ তুলে দিল এসবিআই, কলকাতা সার্কেল।
১১ অগস্ট এসবিআই ফাউন্ডেশন-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। ওই দিন এসবিআই কলকাতা মডিউল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী সিদ্ধার্থশঙ্কর দাস রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান-এর সচিবের হাতে ওই অক্সিজেন সিস্টেম তুলে দেন।
রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে হাসপাতালগুলিকে সহযোগিতা করা হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে অক্সিজেনের আকাল তৈরি হয়েছিল। ফের সেই পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় এবং হাসপাতালগুলিতে যাতে অক্সিজেনের অভাবে কারও প্রাণ না যায় সে জন্য সর্বোত ভাবে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। পাশাপাশি হাসপাতালগুলিকে বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগেও সহযোগিতা করছেন অনেকে। এ কাজে পিছিয়ে নেই এসবিআই। এ বার তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিল।