সিবিআই অফিসে মদন, সৌগতও

সিবিআইয়ের তরফে এ দিন কলকাতা পুরসভার কাউন্সিলর ইকবাল আহমেদকেও তলব করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:১০
Share:

—ফাইল চিত্র।

নারদ স্টিং অপারেশন কাণ্ডে ভয়েস টেস্ট রেকর্ডিংয়ের জন্য সোমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পুলিশকর্তা এসএনএস মির্জা। সেই মামলাতেই মঙ্গলবার ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থার একই অফিসে ভয়েস টেস্ট রেকর্ডিং করলেন সাংসদ সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

Advertisement

সিবিআইয়ের তরফে এ দিন কলকাতা পুরসভার কাউন্সিলর ইকবাল আহমেদকেও তলব করা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি আপাতত সিবিআইয়ের কার্যালয়ে ‘ভয়েস ম্যাচিং’ পরীক্ষা করাতে যেতে পারবেন না বলে আদালতে জানিয়েছেন ইকবাল। তাঁর আইনজীবী রাজদীপ মজুমদার এ দিন জানান, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি মধুমতী মিত্রের আদালতে একটি আবেদন করা হয়েছে। রাজ্যের শাসক দলের বেশ কয়েক জন মন্ত্রী-নেতা-সাংসদ টাকা নিচ্ছেন, এমন ছবি নারদ স্টিং অপারেশনের ফুটেজে দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় মিতেশ দীক্ষিত নামে ভিডিয়ো এডিটরকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। ৯ সেপ্টেম্বর মিতেশকে তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। সিবিআইয়ের তদন্তকারীদেরা জানান, নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ মিতেশই সম্পাদনা করেছিলেন। তাই তাঁকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement