স্কুলের পোশাক পাওয়া নিয়ে সংশয়

স্কুল পোশাকের জন্য অনুদান পেতে স্কুলগুলোকে  ৩১ জানুয়ারির মধ্যে পড়ুয়াদের তালিকা সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য স্কুলগুলোকে পাঠাতে নির্দেশ দিল সমগ্র শিক্ষা মিশন। সমগ্র শিক্ষামিশনের পাঠানো এই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে এত কম সময়ের মধ্যে তারা কী ভাবে স্কুলের পড়ুয়াদের পূর্ণাঙ্গ তালিকা সহ সমস্ত তথ্য পাঠাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ০০:০৪
Share:

স্কুল পোশাকের জন্য অনুদান পেতে স্কুলগুলোকে ৩১ জানুয়ারির মধ্যে পড়ুয়াদের তালিকা সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য স্কুলগুলোকে পাঠাতে নির্দেশ দিল সমগ্র শিক্ষা মিশন। সমগ্র শিক্ষামিশনের পাঠানো এই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে এত কম সময়ের মধ্যে তারা কী ভাবে স্কুলের পড়ুয়াদের পূর্ণাঙ্গ তালিকা সহ সমস্ত তথ্য পাঠাবে?

Advertisement

প্রতি বছরই সমগ্র শিক্ষা মিশন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের স্কুল পোশাকের জন্য অনুদান দেয়। এই শিক্ষাবর্ষেও সেই অনুদান দিচ্ছে তারা। শিক্ষক মহলের এক অংশ জানাচ্ছেবিজ্ঞপ্তিটি তাঁরা পেয়েছেন ২১ জানুয়ারি। জেলার সমগ্র শিক্ষা মিশন অফিসে তালিকা পাঠানোর শেষ দিন ৩১ জানুয়ারি। বিজ্ঞপ্তি থেকে তারা জানতে পেরেছেন, ৩১ তারিখের মধ্যে যদি স্কুল পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে না পারেন তাহলে তাঁরা সেই অনুদান পাবেন না।

কয়েকটি জেলার স্কুলের শিক্ষকদের মতে, ২১ তারিখ থেকে ৩১ তারিকের মধ্যে রবিবার ছাড়াও কয়েকটা ছুটির দিনও ছিল। এত কম সময়ের মধ্যে স্কুলে পঠনপাঠন ঠিক রেখে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা খুবই কঠিন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘শুনেছি অনেক স্কুল এখনও তালিকা তৈরির কাজই শুরু করতে পারেনি। এই প্রকল্প থেকে সব থেকে বেশি উপকৃত হয় গরিব, দুঃস্থ ও পড়ুয়ারা। ওদেরই পোশাক পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গেল।’’

Advertisement

সমগ্র শিক্ষা মিশনের কর্তারা জানিয়েছেন, তালিকা ৩১ জানুয়ারির মধ্যে পাঠালে তাঁরাও দ্রুত অনুদানের টাকা স্কুলগুলোতে পাঠিয়ে দিতে পারবেন। তবে সমগ্র শিক্ষা মিশনের কর্তাদের আশ্বাস, সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল এই অনুদান পাবে। কোনও স্কুল বাদ যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement