সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মাতঙ্গ সিংহ ও মনোরঞ্জনা সিংহের জামিনের আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। লিভার প্রতিস্থাপনের জেরে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়ার কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন মাতঙ্গ। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন মনোরঞ্জনাও।
সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারিলু জানান, এর আগে ডিভিশন বেঞ্চ দিল্লির এইমস হাসপাতালের কাছে মাতঙ্গের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চেয়েছিল। এ দিন সেই রিপোর্ট দেখে ডিভিশন বেঞ্চ জানায়, মাতঙ্গের চিকিৎসায় অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই। লিভার প্রতিস্থাপনের পরে যে-ধরনের চিকিৎসার দরকার, অনেক হাসপাতালেই তার ব্যবস্থা আছে। সেই ধরনের যে-কোনও হাসপাতালে তাঁকে ভর্তি করানো যেতে পারে। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, কলকাতার এসএসকেএম হাসপাতালে সেই চিকিৎসা করানো সম্ভব। তা শোনার পরে
জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি নিশীথা মাত্রে ও
বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মনোরঞ্জনার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, তাঁর মক্কেলের জামিনের আবেদনও খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। সময়ের অভাবে এ দিন সারদা-কাণ্ডে অন্য অভিযুক্ত শান্তনু ঘোষের জামিনের আবেদনের শুনানি হয়নি।