Sangrami Mancha Delegates Meet Suvendu Adhikari

ডিএ-র দাবিতে শুভেন্দুর কাছে

ভাস্কর ঘোষালের নেতৃত্বে ওই মঞ্চের প্রতিনিধিরা বৃহস্পতিবার অধিবেশনের ফাঁকে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ০৮:১১
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বিধানসভায়। —নিজস্ব চিত্র।

বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবি বিধানসভায় আরও জোরালো ভাবে তুলে ধরার আর্জি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। ভাস্কর ঘোষালের নেতৃত্বে ওই মঞ্চের প্রতিনিধিরা বৃহস্পতিবার অধিবেশনের ফাঁকে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। পরে শুভেন্দু বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে ওঁরা পথে এবং আদালতে লড়াই চালাচ্ছেন। আমরা বিভিন্ন সময়ে কর্মচারী, অবসরপ্রাপ্তদের সমস্যার কথা বিধানসভায় তুলেছি। বাইরেও সরব হয়েছি। আমরা আগামী দিনেও তা করব।’’ বিরোধী দলনেতার অভিযোগ, অর্থ, স্বরাষ্ট্রের মতো দফতর নিয়ে বিধানসভায় আলোচনার সুযোগই রাখছে না সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement