Sangrami Joutha Mancha

সমাবেশে কংগ্রেস

সৌম্য জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ অনুযায়ী, মঞ্চ যে মিছিলের আয়োজন করেছিল, তাতেও তাঁরা শামিল হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ০৯:০৯
Share:

সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে প্রতিবাদে শামিল কংগ্রেস নেতারা। — নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া-সহ নানা দাবিতে ‘স‌ংগ্রামী যৌথ মঞ্চ’-এর ডাকে রবিবার রানি রাসমণি রোডের সমাবেশে কংগ্রেসের তরফে যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়েরা। সৌম্য জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ অনুযায়ী, মঞ্চ যে মিছিলের আয়োজন করেছিল, তাতেও তাঁরা শামিল হয়েছিলেন। তাঁরা মঞ্চের দাবিগুলিকে পূর্ণ সমর্থন করেন বলেও জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement