State news

সবংয়ে মানসকে হারিয়ে দিলেন স্ত্রী, অনেকটা ভোট বাড়ল বিজেপির

মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ এবং সাংসদ হওয়ায় শূন্য হয়ে যায় সবং বিধানসভা আসন। তারই উপ-নির্বাচন ছিল বৃহস্পতিবার। যাতে ভোট পড়ে ৮৪.৫ শতাংশ। রবিবার সকাল থেকে সেই উপনির্বাচনের ফল গণনা ছিল এ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১০:৫৯
Share:

ভোট দিয়ে বেরিয়ে স্বামী মানস ভুঁইয়ার সঙ্গে গীতারানি। —ফাইল চিত্র।

সবংয়ের উপনির্বাচন বিপুল ভোটে জিতল তৃণমূল। ৬৪ হাজার ১৯২ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী এবং মানস ভুঁইয়ার স্ত্রী গীতা। এই ব্যবধান গত বছরের বিধানসভা ভোটে জয়ী মানস ভুঁইয়ার ব্যবধানের থেকে অনেকটাই বেশি।

Advertisement

মানস অবশ্য গতবার জিতেছিলেন কংগ্রেসের টিকিটে এবং বামেদের সঙ্গে জোট বেঁধে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবং রাজ্যসভার সাংসদ হন। তিনি সরে যাওয়ার কারণেই উপনির্বাচন হল সবংয়ে। তৃণমূল প্রার্থী করেছিল তাঁরই স্ত্রী গীতা ভুঁইয়াকে।

পোস্টাল গণনার আগে পর্যন্ত গীতা পান ১ লক্ষ ৬ হাজার ১৭৯টি ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, তৃতীয় স্থানে বিজেপি এবং চতুর্থ স্থানে কংগ্রেস।

Advertisement

আরও পড়ুন: বছর শেষে ফের জেলযাত্রা দোষী লালুপ্রসাদের

সিপিএমের প্রার্থী ছিলেন রীতা মণ্ডল পেয়েছেন ৪১ হাজার ৯৮৭ ভোট। বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য পেয়েছেন ৩৭ হাজার ৪৭৬ ভোট এবং কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক পেয়েছেন ১৮ হাজার ৬০টি ভোট।।

সবং বিধানসভা ভোট ২০১৬

দল প্রার্থী ভোট শতাংশ

কংগ্রেস মানস ভুঁইয়া ১ লক্ষ ২৬ হাজার ৯৮৭ ৫৯.০২

তৃণমূল নির্মল ঘোষ ৭৭ হাজার ৮২০ ৩৬.৩

বিজেপি কাশীনাথ বসু ৫ হাজার ৬১০ ২.৬

* মানস ভুঁইয়া ৪৯ হাজার ১৬৭ ভোটে জয়ী

তৃতীয় স্থানে থাকলেও গত বছরের তুলনায় বিজেপির ভোট কিন্তু উল্লেখযোগ্যভাবেই বেড়েছে। ২০১৬ বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী কাশীনাথ বসু পেয়েছিলেন মাত্র ৫ হাজার ৬১০টি ভোট। এ বার সেটা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৭৬-এ।

সবং বিধানসভা উপনির্বাচন ২০১৭

দল প্রার্থী ভোট শতাংশ

তৃণমূল গীতা ভুঁইয়া ১ লক্ষ ৬ হাজার ১৭৯ ৫০.৯

সিপিএম রীতা মণ্ডল ৪১ হাজার ৯৮৭ ২০.১

বিজেপি অন্তরা ভট্টাচার্য ৩৭ হাজার ৪৭৬ ১৮

কংগ্রেস চিরঞ্জীব ভৌমিক ১৮ হাজার ৬০ ৮.৭

* গীতা ভুঁইয়া ৬৪ হাজার ১৯২ ভোটে জয়ী

এই জয়কে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য বলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়নি। ছাপ্পা ভোট হয়েছে। যে জয়ের জন্য ভোটের সময় তাণ্ডব চালিয়েছিল তৃণমূল, সেই জয় তারা পেয়েছে।’’ মানস ভুঁইয়া অবশ্য এ সবে গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘‘এ জয় উন্নয়নের জয়। পঞ্চায়েত নির্বাচনে বিরোধিরা প্রার্থী পাবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement