ফাইল চিত্র।
কয়লা মামলায় ইডির হাজিরা এড়ালেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে তিনি ইডি-কে জানিয়ে দিলেন, অতিমারির মধ্যে দুই শিশু সন্তান নিয়ে দিল্লি-যাত্রাকে নিরাপদ মনে করছেন না তিনি। তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আর্জি জানিয়েছেন তাঁকে যেন কলকাতার বাড়িতেই প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে ইডি।
ইডি-কে পাঠানো রুজিরা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।
সম্প্রতি কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সেপ্টেম্বর ও তাঁর স্ত্রী রুজিরাকে ১ সেপ্টেম্বর দিল্লির দফতরে তলব করে ইডি। বাংলায় বিধানসভা ভোটের আগে রুজিরার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জি়জ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরার আত্মীয়দেরও। ১ সেপ্টেম্বর রুজিরাকে দিল্লির অফিসে ডেকে পাঠায় ইডি। এত কম সময় তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে চিঠি দিয়ে জানালেন তিনি।