Babul Supriyo

Rudranil Ghosh: বাবুলের ভিতরে এক, বাইরে আর এক, মন্তব্য রুদ্রনীলের

নতুন দলে নিজের জায়গা পোক্ত করতে বাঙালিয়ানার জয়গান গাইছেন বাবুল। আসল সত্যিটা তাই নিজের মনে চেপে থাকছেন। মনে করেন রুদ্রনীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৭:০১
Share:

রুদ্রনীল ঘোষ এবং বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও মন্তব্য করেছেন। বলেছেন, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। শনিবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে এসে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এ নিয়ে কটাক্ষ করলেন বাবুলকে। তাঁর মন্তব্য, আসল সত্যিটা নিজের মনে চেপে, নতুন দলে নিজের জায়গা পোক্ত করতে বাঙালিয়ানার জয়গান গাইছেন বাবুল।

Advertisement

শনিবার রুদ্রনীল বলেন, ‘‘বাবুল সুপ্রিয় মুখে যা বলছেন, আর মনে যা আছে, তাতে বিস্তর ফারাক। তিনি মনের কথা মুখে বলতে পারছেন না।’’ সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সম্পর্কে রুদ্রনীল বলেন, ‘‘বাবুলকে এখন নতুন দলে নিজের জায়গা পোক্ত করতে হবে। তাই ইদানীং বেশি বেশি করে বাঙালিয়ানার জয়গান শোনাচ্ছেন। আসলে মনে রয়েছে অন্য কথা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement