ভাগবতের সভা নিয়ে টানাপড়েন

মকর সংক্রান্তিতে কলকাতায় মোহন ভাগবতকে এনে সভা করাতে চায় আরএসএস। কিন্তু সেই সমাবেশের জায়গা নিয়ে জটিলতা কাটছে না। খিদিরপুর অথবা ব্রিগেড ময়দানে সভার অনুমতি চেয়ে আরএসএসের আবেদন বিবেচনা করতে বুধবার কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Advertisement
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০২:৫৩
Share:

মকর সংক্রান্তিতে কলকাতায় মোহন ভাগবতকে এনে সভা করাতে চায় আরএসএস। কিন্তু সেই সমাবেশের জায়গা নিয়ে জটিলতা কাটছে না। খিদিরপুর অথবা ব্রিগেড ময়দানে সভার অনুমতি চেয়ে আরএসএসের আবেদন বিবেচনা করতে বুধবার কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খিদিরপুরের ভূকৈলাস রোডে শনিবার ভাগবতের সভা করতে চেয়ে সংশ্লিষ্ট থানার অনুমতি চেয়েছিলেন এক ব্যক্তি। থানা অনুমতি দেয়নি এই অভিযোগ করে দক্ষিণ-পশ্চিম কলকাতার সঙ্ঘচালক হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদনকারী ও রাজ্যের আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি জয়মাল্য বাগচীর নির্দেশ, আরএসএসের পক্ষে কাউকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের (সদর) কাছে আবেদন করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement