Bollywood Celebrities Diwali

কোথাও ঘরোয়া উদ্‌যাপন, তো কোথাও সপরিবার উৎসব, জানুন কেমন কাটল বলি তারকাদের ‘দিওয়ালি’!

আলোর উৎসবে ঝলমল করছে টিনসেল নগরী। টেলিভিশন থেকে বড় পর্দা, তারকারা সদলবলে মেতেছেন দীপাবলির আনন্দে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০০:০৫
Share:
০১ ১০
আলোর উৎসবে ঝলমল করছে টিনসেল নগরী। টেলিভিশন থেকে বড় পর্দা, তারকারা সদলবলে মেতেছেন দীপাবলির আনন্দে। কেমন হল সেই উদযাপন? দেখে নিন এক ঝলকে।

আলোর উৎসবে ঝলমল করছে টিনসেল নগরী। টেলিভিশন থেকে বড় পর্দা, তারকারা সদলবলে মেতেছেন দীপাবলির আনন্দে। কেমন হল সেই উদযাপন? দেখে নিন এক ঝলকে।

০২ ১০
পুজোর মাসেই পরিবারে এসেছে নতুন অতিথি। মা হয়েছেন মাসাবা গুপ্ত। দিদা নীনা গুপ্তের আনন্দের সীমা নেই। দীপাবলিতেও মেয়ের সঙ্গে ধরা দিলেন অভিনেত্রী।

পুজোর মাসেই পরিবারে এসেছে নতুন অতিথি। মা হয়েছেন মাসাবা গুপ্ত। দিদা নীনা গুপ্তের আনন্দের সীমা নেই। দীপাবলিতেও মেয়ের সঙ্গে ধরা দিলেন অভিনেত্রী।

Advertisement
০৩ ১০
দীপাবলির রাতে ‘চমকিলা’ পরিণীতিও। সবুজ নকশাদার অনারকলির সঙ্গে গলায় মানানসই নেকলেস। অভিনেত্রীর মাথায় শোভা পাচ্ছিল টিকলি।

দীপাবলির রাতে ‘চমকিলা’ পরিণীতিও। সবুজ নকশাদার অনারকলির সঙ্গে গলায় মানানসই নেকলেস। অভিনেত্রীর মাথায় শোভা পাচ্ছিল টিকলি।

০৪ ১০

ঘরোয়া ভাবেই দীপাবলি পালন শ্রদ্ধা কপূরের। সাদা-কালোয় জ্যাকেট এবং প্যান্টে বেশ খোশমেজাজে ধরা দিলেন বাবা শক্তি কপূরও।

০৫ ১০

সাদা-লাল এথনিক গাউনে নজর কাড়লেন রশ্মিকা মন্দনা। অভিনেত্রীর ‘দীপাবলির ফোটোশুটকে কত নম্বর দেবেন?

০৬ ১০

আলোর উৎসবে শহরে নেই সামান্থা রুথ প্রভু। রাজস্থান থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

০৭ ১০

উৎসবের দিনে ডায়েটকে বুড়ো আঙুল! ছোট্ট বোনপোর সঙ্গে লাড্ডুর স্বাদে মজলেন অনন্যা পাণ্ডে।

০৮ ১০

লাল লেহঙ্গায় যেন সত্যিই ‘ফুল’ ‘লাপতা লেডিজ়’-এর নীতাংশী গোয়েল।

০৯ ১০

কুর্তা-লেহঙ্গার জমাটি যুগলবন্দি! দীপাবলিতে সস্ত্রীক ধরা দিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

১০ ১০

মাত্র কয়েক দিনের অপেক্ষা, পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। আপাতত সেই উচ্ছ্বাস নিয়েই দীপাবলির উদযাপনে মাতলেন দেবলীনা ভট্টাচার্য। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement