Abhishek Banerjee

কালীপুজোয় নব রূপে অভিষেক! ‘পিসি’র বাড়িতে দেখা দিলেন কি মুম্বইয়ের মাসাবার পাঞ্জাবিতে?

বৃহস্পতিবার কালীপুজোর সন্ধ্যায় কালীঘাটে, তাঁর পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে দেখা গেল যে অভিষেককে, তাঁর পরনে ফুল ফুল ছাপের সিল্কের পাজামা পাঞ্জাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০১:১৫
Share:

কন্যা আজানিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: তৃণমূল সূত্রে পাওয়া।

সচরাচর তাঁকে দেখা যায় পাট ভাঙা সাদা শার্ট আর গাঢ় রঙের প্যান্টে। পথ-ঘাটে সভা থাকলে গলায় জড়িয়ে নেন একটি সুতির স্কার্ফ। কিন্তু সেই পোশাকও দেখা যায়নি বিগত দু'মাস ২২ দিন। কারণ, গত ৯ অগস্ট পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রার মিছিলের পরে তাঁকেই দেখা যায়নি আর। রাজ্যের শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও প্রকাশ্যে আসেননি। অবশেষে আড়াই মাসের 'অজ্ঞাতবাস' থেকে তিনি ফিরলেন। আর ফিরলেন একেবারে অন্য অবতারে!

Advertisement

বৃহস্পতিবার কালীপুজোর সন্ধ্যায় কালীঘাটে, তাঁর পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে দেখা গেল যে অভিষেককে, তাঁর পরনে ফুল ফুল ছাপের সিল্কের পাজামা পাঞ্জাবি। ক্রিম রঙের উপর ছোট ছোট সোনালি ফুলের ছাপ। গলায় আর হাতে হালকা অথচ সূক্ষ্ম জরির কারিকুরি। নজর করলে বোঝা যায়, ওস্তাদ হাতের কাজ।

অভিষেক পোশাকের বিষয়ে কতটা শৌখিন, তা তাঁর এ যাবৎকালের পোশাকআশাক দেখে ততটা বোঝা যায় না। বিশেষ করে গত এক-দেড় বছরের হিসাব করলে দেখা যাবে, অভিষেকের চেহারা আর ভাবমূর্তির সঙ্গে প্রায় এক হয়ে গিয়েছিল তাঁর সাদা শার্ট আর গাঢ় রঙের প্যান্ট। নবজোয়ার যাত্রা থেকে শুরু করে দিল্লির ধর্না, ভোটের প্রচার বা দলের মিটিং, এমনকি, লোকসভার সংসদ হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানের সময়েও সেই পোশাক তাঁর সঙ্গে থেকেছে। শার্টের রং একেবারে বদলায়নি, তা নয়। তবে সে কচ্চিত কদাচিৎ। যেমন ইডি-র তলবে এক বার সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন কালো শর্ট পরে। হুগলিতে দলের সভায় নীল রঙের শার্ট পরতে দেখা গিয়েছিল তাঁকে। বদল বলতে ওটুকুই। কিন্তু বৃহস্পতিবার, কালীপুজোর সন্ধ্যায় অভিষেক যে পাঞ্জাবি পরে হাজির হলেন, সেটি সম্ভবত মুম্বইয়ের এক খ্যাতনামী পোশাক শিল্পীর নকশা করা। যাঁর পোশাক পরেন শাহরুখ খান থেকে শুরু করে কারিনা কপূর, করণ জোহর, এমনকি, মুকেশ অম্বানীর পুত্রবধূরাও।

Advertisement

মুম্বাইয়ের ওই পোশাক শিল্পীর নাম মাসাবা গুপ্ত। নাহ অভিষেক সে কথা জানাননি। তবে তাঁর পরণের পাঞ্জাবিটির মতো অবিকল দেখতে একটি পাঞ্জাবি দৃশ্যমান মাসাবার ওয়েবসাইটে।

মাসাবার ওয়েবসাইটে অবিকল একই দেখতে কুর্তা

মাসাবা ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্ত এবং ওয়েস্ট ইনডিজের প্রাক্তন ক্রিকেট তারকা ভিভিয়ান রিচার্ডসের সন্তান। তাঁর ওয়েবসাইটে পুরুষদের বিয়ের পোশাকের সংগ্রহে পঞ্জাবিটি দেখা যাচ্ছে ‘আইভরি ওয়াইন গার্ডেন কুর্তা’ নামে। দাম ১৫ হাজার টাকা। তবে মাসাবার ওয়েবসাইটে দেখা কুর্তাটির ফুলের ছাপ রুপোলি রঙের। সম্ভবত সোনালি ফুল ছাপ কুর্তাটি রয়েছে একমাত্র অভিষেকেরই সংগ্রহে।



আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement