চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রীর।
প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পশ্চিমবঙ্গের বাম সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। দীর্ঘদিন রাজ্যের একাধিক দফতরের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সম্প্রতি চেন্নাইয়ের হাসপাতালে অস্ত্রোপচারও হয় তাঁর। তার পর মোটামুটি ভালই ছিলেন আরএসপি-র এই বর্ষীয়ান নেতা। শনিবার ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের হাসপাতালে। আজ ভোরে মৃত্যু হয় তাঁর। প্রয়াত ক্ষিতি গোস্বামীর মরদেহ আজই আনা হবে কলকাতায়।
বাংলার রাজ্য সম্পাদকের পাশাপাশি আরএসপি-র সাধারণ সম্পাদক ছিলেন ক্ষিতি গোস্বামী। শেষ বাম সরকারের পূর্ত মন্ত্রী ছিলেন তিনি। এই প্রবীণ বাম নেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
আরও পড়ুন: উদ্ধার সোনা, গ্রেফতার দুই
আরও পড়ুন: পরিবেশ বাঁচাতে তাঁর ‘অস্ত্র’ ঝাঁটা